Web Analytics

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে ভারত সফর শেষ করেছেন। অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেসির হাতে ভারতের প্রথম ম্যাচের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট তুলে দেন। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা আয়োজিত হাইব্রিড মডেলের এই বিশ্বকাপ।

মেসি উপহার হিসেবে পেয়েছেন ভারতের ক্রিকেট জার্সি ও অটোগ্রাফসংবলিত ব্যাট, আর তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলও পেয়েছেন বিশেষ নম্বরের জার্সি। ভারতের নারী দলের সাবেক গোলরক্ষক অদিতি চৌহান তিনজনকেই দিয়েছেন নিজের স্বাক্ষরিত টিশার্ট।

মেসি বলেন, ভারতে পাওয়া ভালোবাসা তার হৃদয়ে থাকবে এবং তিনি আবারও ফিরে আসবেন। ক্রীড়া বিশ্লেষকেরা মনে করছেন, এই সফর ভারতীয় ক্রীড়াঙ্গনে ফুটবল ও ক্রিকেটের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।