Web Analytics

যুক্তরাষ্ট্র সিরিয়াজুড়ে আইসিসের ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত এই হামলা চলে। গত মাসে পালমিরা শহরে দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। সেন্টকম জানিয়েছে, হামলায় কারও নিহত হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’। ১৩ ডিসেম্বর পালমিরায় এক বন্দুকধারীর অতর্কিত হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযান শুরু করে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বন্দুকধারী দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং চরমপন্থী মতাদর্শের কারণে তাকে বরখাস্তের প্রক্রিয়া চলছিল।

১৯ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো ও অস্ত্রসংবলিত ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। ৩০ ডিসেম্বর জানানো হয়, অভিযানে প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা বা আটক করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।