বিএনপি নেতা আমিনুল হক বলেন, কিছু উপদেষ্টা বিদেশি শক্তি এবং আওয়ামী মিত্রদের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান। আরো বলেন, গত ১৭ বছর ধরে সত্য বলার কারণে জনগণ নির্যাতনের শিকার হয়েছে। জনগণের অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। বিএনপি জনগণের মত ও চাহিদার ভিত্তিতেই পরিচালিত হয় এবং হবেও। আওয়ামী দোসরদের দলে স্থান দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।