Web Analytics

দেশের শিল্প কলকারখানাগুলোতে আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে বলেও জানান! উপদেষ্টা বলেন, ‘এটা আরও দু’একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। ইতোমধ্যে গ্যাস সরবরাহ ৫০ এমএমসিএফডি বেড়েছে, আরও এক থেকে দেড়শ এমএমসিএফডি বাড়বে।’ পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ছিল নাশকতামূলক কাজ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।