Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অ্যাডভোকেট শাহীনূর পাশা আবারও আলোচনায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে। দীর্ঘ তিন দশকের ইসলামি রাজনীতির অভিজ্ঞ এই নেতা জামিয়তে উলামায়ে ইসলাম থেকে তৃণমূল বিএনপি হয়ে এখন খেলাফত মজলিসে সক্রিয়। বিতর্কিত ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানোর পর এবার তিনি ‘রিকশা’ প্রতীকে প্রার্থী হয়ে আট দলীয় ইসলামি জোটের মনোনয়ন চাইছেন।

তবে তার দলবদল ও অতীত ভূমিকা নিয়ে জোটের ভেতরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমেদ দাবি করছেন, বিতর্কিত প্রার্থী নয়, বরং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকেই মনোনয়ন দিতে হবে। স্থানীয় নেতারা সতর্ক করেছেন, ভুল প্রার্থী বাছাই জোটের ঐক্য ও ভোটব্যাংক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

জোটের কেন্দ্রীয় নেতৃত্ব এখন দ্বিধায়—দলীয় কোটা রক্ষা নাকি মাঠের জনপ্রিয়তা বিবেচনা করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী নির্ধারণই দেখাবে জোট কতটা বাস্তববাদী কৌশল গ্রহণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।