Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আসন্ন গণভোটের চারটি প্রশ্নকে জনগণের ওপর জবরদস্তিমূলক বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের পর গুলশানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব কখনো ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। তিনি প্রেসিডেন্ট অর্ডারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং জুলাই সনদ ও সংবিধান বাস্তবায়ন আদেশের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন। সালাহউদ্দিন দাবি করেন, প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদে স্বাক্ষর করলেও সুপারিশমালায় তা প্রতিফলিত হয়নি। এসব পদক্ষেপ জাতিকে বিভক্ত করছে বলে তিনি সতর্ক করেন এবং বলেন, অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন সংকট আরও গভীর করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।