Web Analytics

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর পরিস্থিতি যেন আরও বড় সংঘাতে না গড়ায়, সে জন্য সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রতিনিধি কাজা কালাস এই আহ্বান জানান।

বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানাতে বলা হয়। এতে উল্লেখ করা হয়, জনগণের ইচ্ছার প্রতিফলনই বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।