২০২১ সালের মিলবোর্নে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। কারচুপির ঘটনা আগে এই শহরে তেমন না ঘটলেও ওই নির্বাচনে ভোট কারচুপি করে দণ্ডিত হয়েছে দুই বাংলাদেশি বংশোভ্দুত মার্কিন নাগরিক। দণ্ডিতরা হলেন, সাবেক কাউন্সিল সদস্য মো. নূরুল হাসান ও মো. রফিকুল ইসলাম। জানা গেছে, নূরুল হাসানকে ৩৬ মাসের কারাদণ্ড এবং রফিকুল ইসলামকে এক বছর এক দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।