Web Analytics

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ধারাবাহিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানায়, এসব ঘটনা অমানবিক, অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দুই দেশের পূর্ববর্তী অঙ্গীকারের পরিপন্থী। সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অন্তত ২৮ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। আসক প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায়। সংস্থাটি আরও বলে, সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ও ভারতের সমান দায়িত্ব রয়েছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার পরিহার করা জরুরি। আসক ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, মানবাধিকার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এসব হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।