ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধের পর মেরামত শেষে দুটি ইউনিট চালু করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে দ্বিতীয় ইউনিটটিও। উল্লেখ্য, আদানীর সাথে বিগত লীগ সরকার এক অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আমদানী শুরু করে। ইদানিং বিদ্যুৎ দর নিয়েও নতুন সরকারের সাথে আদানির বনিবনা হচ্ছিল না। এর আগে একবার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছিল আদানী!