Web Analytics

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সোমবার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেবেন, যা তার উচ্চাকাঙ্ক্ষী নীতিগত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য আগাম নির্বাচনের পথ খুলে দেবে। এএফপি জানিয়েছে, তাকাইচি জনমত জরিপে নিজের জনপ্রিয়তার ওপর ভরসা করছেন, যাতে তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নির্বাচনে জয় নিশ্চিত করতে পারে। সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। এলডিপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও দলটির জনপ্রিয়তা কমে গেছে এবং নিম্নকক্ষে সামান্য সংখ্যাগরিষ্ঠতা নীতিগত উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদাফুমি কাওয়াতো বলেন, এলডিপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকাইচি অন্য দলগুলোর কাছে ছাড় না দিয়েই নিজের নীতি বাস্তবায়ন করতে পারবেন। তার মন্ত্রিসভা আগামী অর্থবছরের জন্য রেকর্ড ১২২.৩ ট্রিলিয়ন ইয়েনের বাজেট অনুমোদন করেছে, যা মূল্যস্ফীতি মোকাবিলা ও অর্থনীতি চাঙ্গা করার উদ্দেশ্যে তৈরি। তবে বিরোধী দলগুলো বলছে, সংসদ ভেঙে দেওয়ার ফলে বাজেট পাসে বিলম্ব হতে পারে এবং এতে সাধারণ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্লেষকদের মতে, আগাম নির্বাচন তাকাইচিকে চীনের সঙ্গে অচলাবস্থা নিরসনে সহায়তা করতে পারে, যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জাপানের কঠোর অবস্থান চীনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা বাণিজ্য নিয়ন্ত্রণ বা অন্য উপায়ে প্রকাশ পেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।