Web Analytics

প্রায় আড়াই বছর পর নিজেদের ঐতিহ্যবাহী ঘর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা, আর সেই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে। শনিবারের এই জয়ে তারা লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে উঠে গেছে। পুনর্গঠনের কাজ বিলম্বিত হওয়ায় প্রায় ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে সব আসন বিক্রি হয়ে যায়। রবার্ট লেভান্ডভস্কি চতুর্থ মিনিটে প্রথম গোল করেন, এরপর ফেরান তোরেস দুটি এবং ফেরমিন লোপেজ একটি গোল যোগ করেন। ইনজুরি থেকে ফিরে গোলরক্ষক জোয়ান গার্সিয়া ক্লিনশিট রাখেন, যা সেপ্টেম্বরের পর প্রথম। তরুণ লামিন ইয়ামাল দুটি অ্যাসিস্ট করেন এবং দর্শকেরা লিওনেল মেসির নাম গেয়ে আবেগঘন পরিবেশ তৈরি করেন। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে ২০২৬ সালে আরও আসন খোলা হবে এবং পরের মৌসুমে পূর্ণ ১,০৫,০০০ আসন চালু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।