একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ডাক বিভাগের প্রান্তিক ডাকঘরে সেবা দেওয়া ২৩ হাজার কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্যজোটের নেতারা। আবুল কালাম আজাদ বলেন, শাখা ডাকঘর কর্মচারীরা আজ নানাবিধ বঞ্চনা ও অবহেলার শিকার। তিনি বলেন, অধিকাংশ কর্মচারী দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করার পরও ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। এতে করে আমাদের শ্রম শোষণ করা হচ্ছে। দৈনন্দিন জীবনে ন্যূনতম প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এছাড়া জাতীয়করণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে অন্তত ১৩ম-২০ম গ্রেড অনুসরণ করে ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও কার্যকরসহ ৮ দফা দাবি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ও শেরপুরের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এরমধ্যে এক শিশু খেলা করা অবস্থায় মারা গেছেন। একজন কৃষক মাঠে গরু চড়ানো অবস্থায় মারা গেছেন। একজন শ্রমিকও মারা গেছেন। এছাড়া দুইটি গরুও বজ্রপাতে নিহত হয়েছে।
৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদন্ডের ভেতরে গিয়ে আটকে যায়। রাজশাহী মেডিকেলে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সেই বুলেট আর বের করা যায়নি। অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি। রোববার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে ।
অভিনন্দন শোভাযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাচ্ছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এজন্য আন্দোলন করে আসছিলাম। কিন্তু এক অজানা কারণে আমাদের দাবি মেনে নিতে সরকার গড়িমসি এবং কালক্ষেপণ করে। শেষ পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে রাজপথে নেমে দাবি আদায় করতে হয়েছে। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থনকারী সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
পটুয়াখালীর দুমকিতে শহিদকন্যা ধর্ষণের ঘটনার আসামি ইমরান মুন্সীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। শুরুতে ইমরান মুন্সীকে আসামি করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ। গত ১৮ মার্চ বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে ২৬ এপ্রিল তিনি আত্মহত্যা করেন।
জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব করাসহ চার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। সিদ্ধান্তগুলো হলো- জুলাই ঐক্য বিপ্লবী জুলাই ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করবে; জুলাইয়ের চেতনা ধারণকারী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করবে; ৩ দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান করা হবে। নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ হাজার শহিদের রক্তের ওপরে আমরা আজ দাঁড়িয়ে আছি। গত বুধবার ‘জুলাই ঐক্য’র ঘোষণা করি। যেখানে বর্তমানে ৬০ এরও অধিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ১৪ দল এবং সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা দিয়েছেন। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। প্রধান উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে।’
সাতক্ষীরার মান্দারবাড়িয়া চরে বিএসএফ-এর রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। তিনি বলেন, ৭৮ জনের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন, বাকিরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলায়। রোববার দুপুর ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা তাদের নিয়ে মোংলা থেকে লোকালয় অভিমুখে রওনা দিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং কারও কোনো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর দুই সদস্য হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার রাতে থাইল্যান্ডে যান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক দেশ ছাড়েন।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিলেন।
আরো নিউজ দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।