Web Analytics

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত আরও ৫৬ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

Card image

পহেলগাঁওয়ে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে ভারত ও পাকিস্তান। এবার এ হামলার বিষয়ে টেলিগ্রামে ফাঁস হয়েছে একটি গোপন নথি, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই নথিতে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পর অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি আইএসআইয়ের সঙ্গে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও করা হয়। নথির তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভুয়া মিডিয়া এবং মিডিয়া সেটআপও ঠিক করে রাখা ছিল আগে থেকেই। এসব তথ্য প্রচারে ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নথিতে আরও দেখা গেছে, হামলার ‘প্রত্যক্ষদর্শী’ হাজির করতে নির্দিষ্ট এলাকায় পর্যটকদের ছদ্মবেশে ‘র’-এর মাঠকর্মীদের মোতায়েন করা হয়েছিল।

Card image

উত্তরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল গ্র্যান্ড ইনে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিদর্শক এবি সিদ্দিক জানান, উত্তরায় হোটেল গ্র্যান্ড ইনে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে!

Card image

৩ মে সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশকে সামনে রেখে উত্তরায় মোটর সাইকেল র‌্যালি ও গণমিছিল আয়োজন করেছে হেফাজত। উত্তরার আজমপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয় বিশাল গণমিছিল। জুনায়েদ আল হাবীব বলেন, আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সকল প্রকারের কুরআন বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।

Card image

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল, শাকরগড়সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র, যেমন—ট্যাংক, কামান, এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন!

Card image

গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করেছে কাতার। হেগে আন্তর্জাতিক বিচার আদালতে এক শুনানিতে কাতারের প্রতিনিধি বলেন, ইসরাইল ত্রাণকে একটি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে—যার মাধ্যমে তারা সামরিক উদ্দেশ্য অর্জন করতে চায়। ক্ষুধা ও অনাহার আবারও ইসরাইলের একটি সরকারি নীতি হয়ে উঠেছে। এই শুনানি জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইসরাইলের দখলদারিত্ব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর তার প্রভাব নিয়ে একটি পরামর্শমূলক মতামত চাওয়া হয়েছে।

Card image

আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে ও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করব না। প্রিন্স বলেন, একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে। আরও বলেন, তারা বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও এখন বিএনপিকে ল্যাং মারতে সচেষ্ট। প্রিন্স বলেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৫ বছর আন্দোলন বা জুলাই-আগস্টে রক্ত দেয়নি। তিনি বলেন, জনগণের রয়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে।

Card image

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পাগলা বাজারের সামনে আফসার করিম প্লাজার মালিক নান্টু মিয়াকে গুলি করা হয়। গুলি নান্টু মিয়ার পেটে ও হাতে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিবারের লোকজন নান্টু মিয়াকে শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। জানা গেছে, নান্টু মিয়া তার মার্কেটের সামনে ঘুরে ঘুরে ফল কিনে নিজস্ব প্রাইভেটকারে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক গুলি চালায়। তখন নান্টু মিয়া গাড়িতে উঠলে তার চালক দ্রুত প্রাইভেটকার নিয়ে ফতুল্লার দিকে চলে যায়। আর দুর্বৃত্তরা মোটরসাইকেলে ঢাকার দিকে চলে যায়।

Card image

খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাঁটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আরও বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা।

Card image

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মালিকপক্ষ ব্যাংক থেকে ঋণ এনে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক কিন্তু সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না। শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন। ঘাম শুকানোর আগে ন্যায্য মূল্য পরিশোধ করার কথা আমরা জেনেছি। কমিশনার বলেন, রাজশাহীতে বেশিরভাগই কৃষি শ্রমিক, এছাড়া নির্মাণ ও পরিবহণ শ্রমিকও রয়েছে। মূলত নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। পরিবহণে প্রায় দুর্ঘটনা ঘটে যা তার পরিবারের জন্য একটা বড় সমস্যা। কৃষিতে দুর্ঘটনা না ঘটলেও তীব্র গরমে শ্রমিক ভাইদের প্রচুর কষ্ট হয়। তিনি বলেন, চা শ্রমিকদেরকে এখনও ২০০ টাকার কম মজুরি দেওয়া হয়। যদিও মালিকপক্ষ বলে আবাসন, চিকিৎসা ও রেশন দিচ্ছি তবুও সব মিলিয়ে এটা মানসম্মত নয়।

Card image

আরো নিউজ দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।

analytics