একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
নোয়াখালীর সদরে গণঅভ্যুত্থানে শহিদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। বহিরাগতরা রিমনের জন্য স্কুলের ভিতর তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। হাসপাতালেও হামলা করতে যায়!
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশে গড়ে প্রতিবছর পাঁচ লাখ মামলা দায়ের করা হয়। আর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ৩৫ হাজার মামলা। সংস্থাটিতে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হলে আদালতে মামলার চাপ কমপক্ষে ৪০ শতাংশ হ্রাস পাবে। উপদেষ্টা বলেন, ‘আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, বিচারকাজে বিড়ম্বনা কমানো, সময় বাঁচানো ও অর্থ ব্যয় কমানো। উপদেষ্টা বলেন, ‘দেওয়ানী কার্যবিধির বেশকিছু সংশোধন করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আশা করছি, উপদেষ্টা পরিষদের আগামী সভায় এটি চূড়ান্ত অনুমোদন লাভ করবে।'
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় অভিনয় করতে হয়েছে—তার উত্তর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দিতে পারবেন। উপদেষ্টা বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।’ আরো বলেন, ‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। তিশা তার পেশাগত সিদ্ধান্ত নিজেই নেয়।’
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ। পরে সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূসকে ‘দারিদ্র্যের ব্যাংকার এবং নিপীড়িতদের পোপ’ আখ্যা দিয়ে ইতালির গণমাধ্যম রাই নিউজ লিখেছে, ইউনুস এবং পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা— অসমতার বিরুদ্ধে, নিচু তলা থেকে উন্নয়নের সূচনা এবং আরও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, পোপ আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি জানতে চাইতেন কীভাবে মাইক্রোক্রেডিট মানুষের জীবনে পরিবর্তন আনে— এ নিয়ে আমরা বহুবার কথা বলেছি। রাই নিউজ আরও লিখেছে, পোপ ফ্রান্সিস ২০১৭ সালে ৯০% মুসলমানের বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা জুলাই সনদ তৈরি ও গণঅভ্যুত্থানে হাসিনার পতন এবং অন্তবর্তীকালীন সরকার গঠন সম্পর্কেও কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার প্রতিবাদে ক্লাশ-পরীক্ষা বয়কট করে বিভাগের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রথম বর্ষে থাকার সময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায় আকরাম ও তার বন্ধুরা। আকরাম হোসেন বলেন, আমি প্রথম বর্ষে থাকার সময় ছাত্রলীগের বড় ভাইয়েরা মিছিলে নিয়ে যেত; কিন্তু এরপর আমি আর কখনো ছাত্রলীগ করিনি। আমার কোনো পোস্ট-পদবি নেই। আমি জুলাই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি।
আইজিপি বাহারুল আলম বলেছেন, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলায় নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি যেন করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেয়া হয়েছে বলেও জানান। তিনি বলেন, মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেয়া— এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে। বাহারুল জানান, ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতাসহ পলাতক জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়া হচ্ছে। জুলাই-আগস্টের ঘটনায় ছাত্র-জনতার ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিল পুলিশ। কারা সে সময় নির্দেশ দিয়েছেন তা তদন্তের আগে বলা কঠিন।
ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার উল্লেখ করে স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। আক্রমণকারীরা বেঁচে থাকেন না মন্তব্য করে পান্নুন আরও বলেন, আক্রমণকারী ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা যে কেউ হোন না কেন। আরো বলেন, আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী খারেজিদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ জনকে হত্যা করা হয়েছে। রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরও ১৭ জন নিহত হয়েছেন। এর আগের দুদিনের অভিযানে ৫৪ জন নিহত হয়েছেন।
পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন। ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’ জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।
আরো নিউজ দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।