একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় নয়াদিল্লির প্রতিক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ। নয়াদিল্লির সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন—যেখানে হিন্দুত্ববাদী ভারত দাবি করেছে, কাশ্মীরের পর্যটনস্থল পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক আইনপ্রণেতা। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে অংশ নেয়া পুরুষ ও নারীর হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। তারা বলেন, যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে।
পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে বলে দাবি করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে। যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে। সংস্থাটির দাবি, এটি সেই সন্দেহকে আরও জোরালো করে যে, পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরা পড়েনি।
গত ১৭ এপ্রিল প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকে আসিম মুনির বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা।’ কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবন সঞ্চারণী শিরা’ উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন, ‘ভারতের দখলদারত্বের বিরুদ্ধে কাশ্মীরিদের বিরোচিত লড়াইকে পাকিস্তান কখনো পরিত্যাগ করবে না।’ মুনিরের এ বক্তব্যের মাত্র পাঁচ দিন পর ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ওই হামলা হয়। এর আগে মুনির কাশ্মীর সংহতি দিবসে ঘোষণা করেন, কাশ্মীরের জন্য পাকিস্তান এরই মধ্যে তিনটি যুদ্ধ করেছে। যদি ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, পাকিস্তান সেটিও করবে। উল্লেখ্য, ভারতীয়রা এসব বক্তব্যকে মিলিয়ে দেখছে পেহেলগাম হামলার সঙ্গে। যদিও কোনো তথ্য প্রমাণ নেই!
ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব কেবল ছাত্রদল দিয়েছে। তিনি বলেন, “এই আন্দোলনে শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, জামায়াতের কোনো অস্তিত্ব ছিল না, বৈষম্যবিরোধীদের তো কোনো নাম গন্ধই ছিল না।' তিনি বলেন, আল্লাহর রহমতে এটা হয়েছে। এর আগে আমরা অনেক চেষ্টা করেছি! উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে কোন আন্দোলনের কথা তিনি বলেছেন তা স্পষ্ট নয়।
এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তিনি বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? হাসনাত বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।
বকেয়া বেতনের দাবিতে মে দিবসেও সড়কে দাঁড়াতে হয়েছে শ্রমিকদের। পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শ্রমিকরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। এর আগেও আন্দোলন করেছেন তারা। মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেড জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবিতে দায়ের করা আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। কোর্ট মন্তব্য করে যে, এ ধরনের পদক্ষেপ ‘সশস্ত্র বাহিনীকে মনোবলহীন’ করে তুলতে পারে। ন্যায়পাল বিচারপতি সূর্য কান্ত ও এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ বলেন, ‘এটি এক সংবেদনশীল মুহূর্ত। এমন কিছু প্রার্থনা করবেন না যা কাউকে মনোবলহীন করে তোলে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করুন।’ আরও বলেন, ‘আপনার দেশের প্রতি দায়িত্ব আছে। এভাবে কি হয়? অনুগ্রহ করে এমন কিছু করবেন না। আমরা এটি শুনছি না। আপনি চাইলে যেখানে খুশি যেতে পারেন।’ এদিকে পাকিস্তান হামলাকে ফলস ফ্ল্যাগ বলছে!
টেকনাফের নাফ নদী থেকে ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দ্বীপ থেকে তাদের ধরে নিয়ে যায়। তারা হলেন- হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ এ বসবাসরত রোহিঙ্গা আরাফাত (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক। মাঝি মোহাম্মদ নুর জানান, নাফ নদীতে মাছ শিকার করতে যায় জেলেরা। হঠাৎ মিয়ানমার থেকে আরাকান আর্মিরা এসে তাদের ধরে নিয়ে যায়। তবে ওই অভিযান থেকে অনেকেই পালিয়ে এসেছে। যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধানকে চাপিয়ে দেওয়া হয়েছিল। সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাঙ্গালি জাতীবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এগুলো ৭১-এর আন্দোলনের অংশ ছিল না। এগুলো চাপিয়ে দেওয়া হয়। অতএব ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। তিনি বলেন, গত পাঁচ আগস্টে সংগ্রামে আমরা জয়ী হলাম। তবে অল্পটুকু জয়ী হয়েছি পূর্ণ বিজয় এখনো হয়নি। কারণ এই বিজয়টাতেই ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আওয়ামী লীগের ভূত এখনো জারি রয়েছে। সেই আওয়ামী লীগের ভূতের নাম হচ্ছে ৭২-এর সংবিধান। কবি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ছাত্ররা যখন জুলাই ঘোষণা দিতে চেয়েছিল সেই নতুন ঘোষণা দিতে দেন নাই ড. ইউনূস। এটা তিনি ঠিক করেন নাই।
আগামী ১০ মে অনুষ্ঠিতব্য রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন স্থগিত করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নির্বাচন কমিশনার প্রফেশন নুরুল হোসেন চৌধুরী স্যার ও প্রফেসর হাবিবুল হক পদত্যাগ করছেন। তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, তারা যেন নির্বাচন কমিশনের কাজ না করেন। নুরুল হোসেন স্যার পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগতভাবে আমাদেরকে জানিয়েছেন, তিনি দুই রাতে ঘুমাতে পারেননি। হাবিবুল হক স্যারও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। কোনো একটা পক্ষ চাচ্ছিল না নির্বাচন হোক। আবার হয়তো অ্যাডহক কমিটি বসানো হবে, কমিশন গঠিত হবে।
আরো নিউজ দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।