Web Analytics

উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, সংকট থাকলেও এ মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই। গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়। মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়। গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

Card image

সংযুক্ত আরব আমিরাতের কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্ব পুনর্ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত- সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।’ ইউনূস বলেন, ‘আমরা এ ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই।’

Card image

মন্ত্রীপরিষদ বিভাগের এক পরিপত্রে বলা হয়েছে, ‘সরকারের উপদেষ্টা ও অন্যান্যরা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের লক্ষ্যে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রী বিষয়ক ইউনিটে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে বিল দাখিল করা হয়। প্রেরিত বিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করলে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।’ অনুসরণীয় বিষয়গুলো হলো, ভ্রমণকারীর স্বাক্ষর ও সিলসহ প্রস্তুত করা বিলের সঙ্গে বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকার প্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপের কপি, যানবাহনের ভাড়ার প্রকৃত পরিমাণসহ টিকিট, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি, আবাসিক হোটেলের প্রকৃত পরিশোধিত বিলের কপি/প্রমাণক, বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে টাকার সঙ্গে বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য সব ব্যয়ের ভাউচার/প্রমাণক জমা দিতে হবে।

Card image

ভারতের পাকিস্তানে হামলার পর যুদ্ধাবস্থায় তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আরও লিখেছেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।

Card image

ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখরের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়িক নেতারা বলেন, শেওলা ও তামাবিল স্থলবন্দর, জকিগঞ্জ, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও, বাগলি, ছেলা- ইছামতি, জুড়ি, চাতলা স্থল শুল্ক স্টেশন দিয়ে বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। এসব পণ্য আরও বেশি পরিমাণে আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ও ব্যবসায়ীদের যাতায়তের সুবিধার্থে বিজনেস ভিসা প্রদানের ব্যাপারে সহকারী হাইকমিশনারের কাছে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সহকারী হাইকমিশনার আশ্বাস্ত করেন।

Card image

ভারত-পা‌কিস্তান যুদ্ধ ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সেজন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে- এজন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক করা হয়েছে।’ এর আগে বাংলাদেশ পাক-ভারত যুদ্ধে উদ্বেগ জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় শান্তির আশাবাদ ব্যক্ত করেছে।

Card image

দুদকের আকস্মিক অভিযানে দেখা যায়, পাবনা বিআরটিএ অফিসে দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না। টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয় এবং লাগাতার হয়রানি করা হয়। আর টাকা দিলেই পাশ। দুদক কর্মকর্তা বলছেন, কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এমনও অভিযোগ আছে- ২০১৯ সালে কাগজপত্র দিয়েছেন কিন্তু কাজ হয় নাই, যখনই দালালের মাধ্যমে টাকা দেওয়া হয় তখনই কাজ হয়। তিনি আরো বলেন, তথ্যপ্রমাণসহ দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে, এরপর ব্যবস্থা!

Card image

ভারত-পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের শ্রীটপে এ তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জিও প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের ভারতীয় পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

Card image

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানোর কথাও বলা হয়েছে। উল্লেখ্য, মুজিবনগর দিয়ে ১০ জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় বিএসএফ। আটকরা বিজিবিকে জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে।

Card image

চট্টগ্রামের চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।’

Card image

আরো নিউজ দেখতে লগইন করুন


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।

analytics