কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যুবকের মো. হারুন (৩২)। ক্যাম্পে বসবাসরত মো. হারুন বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও একাধিক অপহরণ কাণ্ডের সঙ্গে জড়ি ছিলেন তিনি। পরে ভুক্তভোগী লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে। এপিবিএন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।