Web Analytics
ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘ছাত্রদলের ভাই-বোনদের বিবৃতিটা চোখে পড়লো। আজকের ড্রোন শোতে শহিদ ওয়াসিমের ছবি না থাকায় তাদের ব্যথিত হওয়া শতভাগ যৌক্তিক। এই দুঃখ আমারও। যাত্রাবাড়ীর কোনো মাদ্রাসাছাত্রের ছবি না রাখতে পারার দুঃখও আছে। আরও অনেককে মিস করেছি আমি নিজেও। কিন্তু আইকনিক ইমেজ বাছাই, স্টোরিটেলিংয়ের থিমেটিক ফ্লো ঠিক রাখা এবং বেশি ইমেজ বাছাই করার সুযোগ না থাকাতে এই অবস্থায় পড়েছি আমরা।’ তিনি লিখেছেন, ‘মনে রাখবেন প্লিজ, আমি শহিদদের দলের ভিত্তিতে ভাগ করে গুরুত্ব বা কম গুরুত্ব দিয়েছি তা না। জুলাইয়ের সব শহিদই সমান। শুধু জুলাই না, এর আগের ১৬ বছরে গুম-খুনের শিকার সবার ত্যাগেই ফ্যাসিবাদের পতন। তারা প্রত্যেকেই আমাদের হিরো। আমার জুলাই-আগস্ট বা ২০১৪-১৫ সালের লেখালেখি পড়ার সুযোগ হলে দেখতে পাবেন আমি কী কী বলার চেষ্টা করেছি।’ আরো জানান, তবে জুলাই স্মৃতি জাদুঘরে সবই পাবেন। ফ্যাসিস্ট আমলের সব চিহ্ন থাকবে বলেন!

Card image

Related Videos

logo
No data found yet!