আগ্রায় উগ্র হিন্দু সংগঠন ‘গো রক্ষা দলে’র সদস্যদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। হামলার শিকার দুই ব্যক্তি সম্পর্কে সহোদর, মুসলমান। বুধবার মধ্যরাতে নিজেদের পারিবারিক বিরায়ানির দোকান বন্ধের সময় তাদের ওপর এ হামলা হয়। হামলার শিকার দুই ভাই গুলফাম আলি ও সাইফ আলি দোকানে কাজ করতেন। ঘটনাস্থলেই মারা যান গুলফাম। ঘটনার একদিন পর ভিডিও বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন দুই যুবক। নিজেদের তারা ‘গো রক্ষা দলে’র সদস্য বলে দাবি করেন। ভিডিও বার্তায় ঘোষণা করেন, পেহেলগামে ২৬ জনের বদলে ২৬০০ মুসলমান হত্যার করা হবে। আগ্রা পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বলে আখ্যা দিয়েছে। যদিও আরএসএসের সাথে সংগঠনটির সম্পর্ক রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।