পহেলগাঁওয়ে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে ভারত ও পাকিস্তান। এবার এ হামলার বিষয়ে টেলিগ্রামে ফাঁস হয়েছে একটি গোপন নথি, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই নথিতে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পর অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি আইএসআইয়ের সঙ্গে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও করা হয়। নথির তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভুয়া মিডিয়া এবং মিডিয়া সেটআপও ঠিক করে রাখা ছিল আগে থেকেই। এসব তথ্য প্রচারে ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নথিতে আরও দেখা গেছে, হামলার ‘প্রত্যক্ষদর্শী’ হাজির করতে নির্দিষ্ট এলাকায় পর্যটকদের ছদ্মবেশে ‘র’-এর মাঠকর্মীদের মোতায়েন করা হয়েছিল।