বিদ্যমান সংবিধানের জাতির পিতা বিধান বিলুপ্তি এবং বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ নিহিত থাকা সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করেছে কমিশন। শনিবার বিকেলে প্রকাশিত সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাতির পিতা বিধান ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনকে বাধ্যতামূলক করার বিধান ব্যক্তি বন্দনাকে উৎসাহিত করে স্বৈরতন্ত্রের পথ সুগম করে। বাংলাদেশ অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের সামষ্টিক ফসল। একক জাতির পিতার ঐতিহাসিক ভিত্তি নেই। মুক্তিযুদ্ধের পূর্বে আওয়ামী লীগের ইশতেহারে ধর্মনিরপেক্ষতা নামক কিছু ছিল না, কোনো আলোচনা ছাড়াই অপরিচিত ধারণাকে সংবিধানের মূলনীতি করা হয়। কমিশন প্রতিবেদনে ৭২ এর সংবিধানকে ফ্যাসিবাদের বীজ হিসেবে উল্লেখ করেছে। সংবিধানে ইসলাম ধর্ম সব সদস্য একমত না হওয়ার পরেও অধিকাংশ অংশীজনদের মত প্রাধান্য দিয়ে বহাল রাখার সুপারিশ করেছে।