উচ্চহারে সুদ দেওয়ার প্রলোভনে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের ৭০০ কোটি টাকা সঞ্চয়ের নামে জমা রেখে লোপাট করা হয়েছে। এ ঘটনায় থানায় ছয়টি মামলা দায়ের হলেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অভিযোগ, আওয়ামী সাংসদ মির্জা আজমের মদদে পরিচালিত হয়েছে এসব সমবায় সমিতি। কিন্তু রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। জানা যায়, এই লোপাটের সাথে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও জড়িত, এবং পলাতক আছেন।