Web Analytics
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি নেতা দেশবরেণ্য ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না। ও তখন আমার কথা শুনলে আজ এই অবস্থায় পড়তে হতো না। এখন তো বাড়িতেই আসতে পারবে না।’ তিনি উল্লেখ করেন, সাকিবের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তার রাজনীতিতে না আসলেও চলত। ‘বলেছিলাম, তোমার অনেক নাম হয়েছে, এখন রাজনীতি করো না। কারণ, এই দলটি আর বেশি দিন নেই। মানলে সে রক্ষা পেত! মঞ্চে বসে থাকা তামিমের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাকেও বলছি- এই পথ থেকে সাবধান থাকো।’ এছাড়া তিনি বলেন, সাকিবের সঙ্গে ছবি থাকা প্রসঙ্গে বলেন, এমন কিছু করিনি যে লজ্জিত হতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!