Web Analytics
বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজের সময় ইমামকে বড় ছুরি দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা বড় ছুরিসহ মাসুম নামে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেছে। মাসুম বলেন, আমিও ইমামতি করতাম। গতবছর কুরবানি ঈদের সময় কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যাই। এরপর টাকা আনার জন্য আমার বন্ধু ইমরানের কাছে প্রেমিকাকে রেখে আসি। এই সুযোগে ইমরান আমার প্রেমিকাকে বেইজ্জতি করেন। আমি এরফর প্রতিশোধের নেশার অপেক্ষায় থাকি। এক হাজার টাকা দিয়ে এই ছুরিটি তৈরি করে নিয়ে আসি। ইমরানের সন্ধান পেয়ে ঈদের দিন লোক সম্মুখে তার ওপর আক্রমণ করি। মসজিদের ইমাম ইমরান হোসেন জানিয়েছেন, মাদ্রাসায় লেখাপড়ার সময় মাসুম তার মোবাইল চুরি করেছিল। এ ঘটনায় তিনি তাকে অপমান করায় তার উপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!