দিনাজপুরের ফুলবাড়ীতে পরকীয়ার অপবাদ দেওয়ায় ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। তারা হলো, মহরম আলীর স্ত্রী লাকি আক্তার (২৮) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৬)। ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, সোমবার আজিজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে মহরম আলীর বাড়ি থেকে বের হতে দেখেন স্থানীয় কিছু যুবক। এ নিয়ে লাকি আক্তারকে বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরে সিদ্ধান্ত হয় মঙ্গলবার রাতে এ ঘটনায় সালিশ বসবে। কিন্তু সালিশের আগেই দুপুরের দিকে ৪-৫ জন যুবক লাকি আক্তারের স্বামী মহরম আলীকে তার বাড়ির সামনে মারধর শুরু করেন। এ ঘটনা দেখে লাকি আক্তার তার শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন। লাকির পরিবার মহররমকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।