এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছে। এতে ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ জনে এবং আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি। মন্ত্রণালয় আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টির কারণে ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় দুর্ভিক্ষের কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু।