তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে শনিবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নরের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে ঘটে। সংঘর্ষের পর বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি লরিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়। নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। লরি চালক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং তাকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ভুল বা যান্ত্রিক ত্রুটি দায়ী হতে পারে। তুরস্কে সড়ক দুর্ঘটনা একটি চলমান সমস্যা, যেখানে সরকার নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে।