খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখ করেছে সরকার। কর্মসূচির মেয়াদ পাঁচ মাস থেকে বাড়িয়ে ৬ মাসে উন্নীত করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে এই কর্মসূচি কার্যকর হবে। তিনি বলেন, প্রতি পরিবার মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে ওএমএস ডিলারদের যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন, উপকারভোগীদের সঠিকভাবে নির্বাচন, উপজেলা প্রশাসন ও স্থানীয় খাদ্য নিয়ন্ত্রকের সমন্বয়ে তালিকা হালনাগাদ এবং নির্ধারিত সময়ে চাল সংগ্রহ নিশ্চিত করার নির্দেশ দেন। আরও বলেন, আপদকালীন খাদ্য মজুদ গড়ে তোলা, প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং জেলার খাদ্য গুদামগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।