বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষায় কারা অর্থ বিনিয়োগ করছেন তাদের নাম প্রকাশ করুন। যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন তাদের মুখোশ উন্মোচন করুন। তিনি বলেন, যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে অনেক কথা বের হয়ে গেছে। যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, তারা কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। বুলু বলেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন? কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? তা সবই বেরিয়ে আসছে। আপনারা গণমাধ্যমকর্মীরা এগুলো প্রকাশ করুন।