Web Analytics
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না। তিনি বলেন, গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে? এ হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য! ফুয়াদ বলেন, একজন মা এসে আমাকে জিজ্ঞেস করলেন, 'ভাই, আর কত কাঁদলে আমরা বিচার পাব? এইটা বলে দেন। তাহলে আমরা আরও কিছুদিন কাঁদবো, তারপর থামবো। তিনি বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভাঙতে পারছি না, এফডিআর ভাঙতে পারছি না, জমির মিউটেশন করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না। সমাজে তো একটা ট্যাবু আছে—বাবা না থাকলে, তার ওপরে গুজব থাকে। ও মাস্তান ছিল, চাঁদাবাজ ছিল, বিএনপি করতো—এসব রটানো হয়। সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয়।'

Card image

Related Videos

logo
No data found yet!