বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় স্থানীয় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গত কিছুদিন আগে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৩টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে একই সময়ে একই মাঠে ইফতার মাহফিলের ডাক দেয় বিএনপির অপর অংশের নেতা ও পৌর বিএনপির আহবায়ক আজিজুল হাই পিকুল। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় সংঘর্ষ ঘটে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।