বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপিকে ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অভিযোগ করে বলেন, ২০২০ সালের পর থেকে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা মুক্তি পেয়েছি, তবে সেটি পুরোপুরি মুক্তি নয়। পিন্টু বলেন, কারাগারে থাকার সময় পাশের কক্ষ থেকে ফাঁসি কার্যকর করা হতো। তখন মনে হতো, হয়তো দুইদিন পর আমারও ফাঁসি হবে। সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার করতে চাইলে করুন, তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। কারণ, সংস্কার একটি প্রক্রিয়া, যা জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যম হওয়া উচিত।