Web Analytics
শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। কুশল বিনিময়ের পর তারেক রহমান ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন। উপহার দেওয়া বই দুটি হলো গ্রেটা থুনবার্গের “No One is Too Small to Make a Difference” এবং মোনা আরশি ও কারেন ম্যাককার্থি উলফ সম্পাদিত “Nature Matters: Vital Poems from the Global Majority”, যেগুলো বৈশ্বিক ন্যায় ও পরিবেশ সচেতনতার প্রতিফলন বহন করে।

Card image

Related Videos

logo
No data found yet!