Web Analytics
শিবির নেতা সাদিক কায়েম লিখেছেন, ফরিদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবরে এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এই সবকটা ঘটনা শুধু জুমাবারের। আরও লিখেছেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, তাদের এই প্রত্যেকটা ঘটনাই অ্যাড্রেস করার কথা ছিল। তা না করে কেবল ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করার রাজনৈতিক স্বার্থই আপনাদের কাছে মুখ্য। তিনি লিখেছেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছেন, আপনাদের পরিণতিও ভালো হবে না। জান-জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!