অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত যে সংস্কার পদক্ষেপগুলো জরুরি, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তা সম্পন্ন করেই আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যেতে চাই। অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার ৮ (ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই আলোচনা করতে চাই। রাজি থাকলে রোজার মধ্যেও আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার আছে বলেও তিনি জানান। কমিশনগুলো আশু করণীয় বিষয়েও সুপারিশ করেছে। যার অনেককিছুই আমরা ইতোমধ্যে করে ফেলেছি। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা; এগুলোর আশু করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে হবে। অধিকাংশ আশু করণীয় এক মাসের মধ্যে করাও সম্ভব বলে জানান তিনি।