বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে খাটো ও অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। চাঁদাবাজ নেতাকর্মীরা ছবি তোলায় ব্যস্ত উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ এরা আন্দোলনে ছিল না। যারা এতদিন কষ্ট করেছে তাদের কষ্টের ফল যেন ধুলোয় না মেশে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, কিছু দল-গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ সময় মাগুরার সেই শিশু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।