লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকাল ৪টায় শাহবাগ রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার রাতেও তাদের অবস্থান করতে দেখা গেছে। তারা বলেন, শাহাবাগে শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং শহিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তানদের উপস্থিতিতে শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের মাধ্যমে শাহাবাগের কালিমা মোচনের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমরা শাহবাগ মোড়ের নাম করব খাজা সলিমুল্লাহ স্কয়ার। চারদিকের রাস্তায় চারটা গেট হবে। গেটগুলোর নাম হবে- শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী গেট, শহিদ দেলোয়ার হোসেন সাঈদি গেট, শহিদ আব্দুল কাদের মোল্লা গেট, শহিদ মীর কাশেম আলী গেট।