ত্রিশালে পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শ্রমিকরা। এ সময় অসুস্থ ১০ শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শ্রমিকদের মাথা ঘুরছিল, রিমরিম করছিল এবং অতেচন হয়ে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মাস সাইকোলজিক্যাল ইলনেস’ থেকে শ্রমিকদের এমনটি হয়েছে।