শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতাসহ সব ধরনের পাওনা ২০ রোজার মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে এক তথ্যবিবরণীতে জানিয়েছে সরকার। এছাড়া মালিকপক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যবিবরণীতে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী ‘সক্রিয় দৃষ্টি’ রাখবে। এছাড়া শিল্প কারখানা এলাকায় ২৮ ও ২৯ মার্চ শুক্র-শনিবারও সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে ঈদুল ফিতরের ছুটির সময় নির্ধারণ করবেন।