বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি। নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এদিকে, দীর্ঘ দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত হতে দেখা যায় দলটির তৃণমূলের নেতাকর্মীদের।