এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না। হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছেন না, দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এর ভীত আরও শক্ত করে দিয়েন না। তিনি লেখেন, নিজেরা তো ভুগবেনই, পুরো জাতিকেও ভোগাবেন। আসলেই যদি আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থা পূনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান, অবশ্যই হাসিনার তৈরি মিডিয়া স্টাবলিশমেন্টহ সব ভেঙে নতুনভাবে গড়তে হবে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে এই পোস্ট করেন মাসউদ।