শনিবার ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে, দুই দিনে ২ হাজার ৪৮৫ মামলা দেওয়া হয়েছে। তিনি জানান, ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেওয়া হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ডিএমপির উপ-কমিশনার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।