রেল কর্মীদের ধর্মঘটে রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বিকল্প বাস সার্ভিস চালু করেছে। যাত্রীরা তাদের বৈধ ট্রেন টিকিট ব্যবহার করে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহসহ প্রধান রুটে এই সার্ভিস চালু রয়েছে। বিকল্প এই ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থাও করেছে বাংলাদেশ রেলওয়ে।