Web Analytics

বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। গাজা উপত্যকার খান ইউনিস থেকে কফিনে বন্দী চারটি জিম্মির মৃতদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। চার নিহত জিম্মি হলো, শিরি, এরিয়েল, কেফির বিসাস ও ওদেদ লিফশিটজ! আইডিএফ নিশ্চিত করেছে, রেড ক্রস ইসরাইল সিকিউরিটি এজেন্সি কাছে লাশ নিয়ে যাচ্ছে। হামাস বলেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেও ইসরাইলের হামলা থেকে চার জিম্মিকে বাঁচাতে পারেনি। বিবৃতিতে বলা হয়, ইসরাইল এমন এক নেতৃত্বের শিকার, যারা নিজ সন্তানের যত্ন নেয় না!

Card image

নিউজ সোর্স

চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস

বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকেই কফিনে বন্দি চারটি মৃতদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়।