Web Analytics

বৃহস্পতিবার রাত ৮টার দিকে, উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা গ্রামের আফজাল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকি থেকে মাদ্রাসাশিক্ষার্থী দোলামণির বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। তিনি নিখোঁজ ছিলেন ৪১ দিন ধরে। দেলোয়ার মিয়ার কন্যা দোলামণি (৪) ১৭ জানুয়ারি বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়। এরপর আর তার খোঁজ মিলেনি। অভিযোগ, জামা সেলাইয়ের পাওনা টাকা নিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের স্ত্রীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে দোলামণিকে তুলে নিয়ে হত্যা করে নুরুল গঙ।

Card image

নিউজ সোর্স

নিখোঁজের ৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল দোলামণির বস্তাবন্দি লাশ

রংপুরের কাউনিয়ায় মাদ্রাসাশিক্ষার্থী দোলামণি নিখোঁজের ৪১ দিন পর সেপটিক ট্যাংকি থেকে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী।