Web Analytics

হবিগঞ্জের বাহুবলে মোটরসাইইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটির পর মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে বানিয়াগাঁও ও চারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ সদস্য আহত হয়েছেন।

Card image

নিউজ সোর্স

টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক

হবিগঞ্জের বাহুবলে মোটরসাইইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে বানিয়াগাঁও ও চারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।