মার্কিন শুল্কনীতির সঙ্গে মানিয়ে নিতে সিঙ্গাপুরে অনুদান
মার্কিন শুল্কজনিত অনিশ্চয়তার সঙ্গে খাপ খাইয়ে নিতে অনুদান দেবে সিঙ্গাপুর ইকোনমিক রেজিলিয়েন্স টাস্কফোর্স (এসইআরটি)। ‘বিজনেস অ্যাডাপ্টেশন গ্র্যান্ট’ নামের প্রকল্পটি অক্টোবর নাগাদ চালু হবে। এতে প্রযোজ্য কোম্পানি সর্বোচ্চ ১ লাখ সিঙ্গাপুর ডলার অনুদান পাবে, তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) বেশি সহায়তা পাবেন। রফতানিমুখী বা বিদেশে কার্যক্রম চালানো কোম্পানির ক্ষেত্রে ফ্রি ট্রেড চুক্তি, আইনি ও চুক্তিভিত্তিক পরামর্শ, সরবরাহ চেইন উন্নয়ন ও বাজার বহুমুখীকরণে অনুদান থেকে আংশিক খরচ দেয়া হবে। এছাড়া পরিস্থিতি মানিয়ে নিতে কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রকল্প সম্প্রসারণ হবে। খবর দ্য স্ট্রেইটস টাইমস