ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা: ভিপি বিন ইয়ামিন, জিএস সাবিনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস বা সাধারণ সম্পাদক হিসেবে সাবিনা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।