ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন রিসেপ তাইয়েপ এরদোগান
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফোনকলের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববারের (১৬ মার্চ) ফোনালাপে দুই নেতা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত।